ASANSOL

২১৫ জন কে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ

By Ujjal Dasgupta

বেঙ্গল মিরর, আসানসোল:- শনিবার আসানসোল রেলপার এলাকার ২৩ নং ওয়ার্ডের কমিউনিটি হল চত্বরে শ্রম বিভাগ এর উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজ্যের শ্রম,ও আইনমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে যৌথ শ্রম কমিশনার ত্মীর্থঙ্কর সেনগুপ্ত, 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সি.কে.রেশমা,তৃণমূল উত্তর ব্লক দ্বিতীয়ের সভাপতি উৎপল সিনহা প্রমুখ ।

এই অনুষ্ঠানে অসংগঠিত শ্রমিক ২১৫ জন মানুষের মধ্যে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ করা হয়।এর সাথে সাথে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা,দুই হাজার ৫০ হাজার টাকা এবং এক হাজার ১২০০ টাকা দেওয়া হয়েছিল। কর্মসূচিকে সম্বোধন করে মন্ত্রী মলয় ঘটক বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্রদের সুবিধার্থে ৪৪ টি জনস্বার্থ পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।

করোনা মহামারী, লকডাউন এবং অ্যাম্ফোনে আক্রান্তদের সহায়তার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি বলেন যে সামাজিক সুরক্ষা প্রকল্পে যোগদানের জন্য কোনও ফি নেই।এই স্কিমটিতে যোগদানকারী ব্যক্তিরা শিক্ষা, স্বাস্থ্য,বিবাহ এবং মৃত্যুর সুবিধাগুলি পান। এ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় 2 লাখ 63 হাজার লোক কে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ করা হয়েছে। প্রত্যেকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে।

Leave a Reply