ASANSOLASANSOL-BURNPURBengali NewsFEATUREDLatest

পুজো পরিক্রমায় স্ব-শক্তি হোমের অনাথ মেয়েরা

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল: লকডাউনের মাত্র কয়েক মাসে মানুষ বাইরে বেরোতে পারেনি বলে হাঁফিয়ে উঠেছিল ৷ আর ওরা সামাজিক নিরাপত্তার কারণে সাধারণত স্বেচ্ছাবন্দীই থাকে ৷
ওরা মানে স্ব-শক্তি হোম এর ২৮ জন মেয়ে ৷


বিভিন্ন সম্প্রদায়ের এরা ৷ কিন্তু এদের কাছে একটিই ধর্ম “মানুষ” ৷ হোমে আনন্দেই থাকে ৷ তবু একমাত্র শরতের মেঘ আসলেই ওরা বুঝতে পারে দুর্গাপুজো আসছে ৷ বৃষ্টি হলে জলের ফোঁটায় জানতে পারে মেঘমল্লারের অনুভূতি ৷


গত কয়েকবছর ধরেই ওদের মহাষষ্ঠীর দিন আসানসোলের যাবতীয় ঠাকুর দেখিয়ে আনেন ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র ৷ এই একদিনই ওদের একত্রে মুক্তির অফুরান ডাক ৷

স্ব-শক্তির হোমের নানা বয়সী মেয়েরা প্রথমেই পুরাণহাটের নব বিকাশ পুজো মণ্ডপে যায় ৷ সেখানে সেক্রেটারী বাপ্পা তালুকদার ও অন্যন্য মেম্বাররা কোল্ড ডিংকস আইসক্রীম এবং স্ন্যাক্স দিয়ে আপ্যায়ণ করেন ৷ এছাড়াও নগদ ২ হাজার টাকাও দেন ৷
এরপর রামবাঁধ, বার্ণপুরের মসজিদ লেন, নেতাজি স্পোটিং, বারি ময়দান, এ বি টাইপ, রাধানগর, বীন্দ্রনগর, অগ্রণী সার্বজনীন পূজামণ্ডপে যায় ৷ এরপর রামকৃষ্ণ মিশন হয়ে কল্যানপুর হাউজিং এর কে-সেক্টর ৷

তারপর সোজা ট্র্যাফিক কলোনিতে ৷ সেখানে পূজাকমিটি শিক্ষক বিশ্বনাথ মিত্রকে সম্বর্ধনা দেয় এবং রাতের ডিনারের ব্যবস্থা করে ৷
কাউন্সিলার গুরুদাস চ্যাটার্জী পুজো পরিক্রমার জন্য প্রতিবছরের মত এবারও বিনামূল্যে মিনিবাসের ব্যবস্থা করে দিয়েছেন ৷
পরিক্রমার মাঝপথে প্রাক্তন কাউন্সিলায় মিলন মণ্ডল সকলকে মিষ্টান্নসহ টিফিন এবং মাস্ক দেন ৷

মামনি! বর্ণালী সরকার, সালমা খাতুন, পারভিন, মণিকা সাহিস, সুস্মিতা, অমৃতারা মন্ডপসজ্জা, প্রতিমা দেখে আনন্দে আত্মহারা ছিল এইদিন ! এছাড়া এই পুজো পরিক্রমায় ছিলেন হোমের কর্ণধার সেরিনা মন্ডল ৷

Leave a Reply