ASANSOLBengali NewsFEATUREDKULTI-BARAKARLatest

গান স্যালুটে দেবীকে বিদায় সীতারামপুরের রায় পাড়ায়

বেঙ্গল মিরর, সীতারামপুর: ৩০০ বছরের ঐতিহ্য রায় পাড়ার রাজপুতদের এই পরম্পরা চলে আসছে দীর্ঘদিন ধরে। বিজয়ার দিন গান স্যালুটে এর মাধ্যমে দেবীকে বিদায় দেওয়া হয় ।

এই গান স্যালুটে দেখা যায় যুবক থেকে যুবতীরা বন্দুকের গুলি ফাটিয়ে বিদায় জানাই সকলেই। এই দুর্গাপুজো উৎসব কে আনন্দে ভাগ করে নিতে চাই সীতারামপূরের রায় পরিবারের সদস্যরা।

সারা বছর এই দিনটিকে অপেক্ষা করে থাকে তাদের পরিবারের লোকেরা। রায় পরিবারের বিভিন্ন সদস্যরা কর্মক্ষেত্র বাইরে থাকলেও, এই কটা দিন।

দূর্গা পূজার দিন তারা নিজের পরিবারের সাথে কাটাই। বিশেস করে দশমীর দিনে গান স্যালুটের দিনে সমস্ত রায় পরিবারের সদস্যরা এক সাথে থেকে দেবী কে গান সেলুট দিয়ে অভিবাদনের সাথে বিদায় দেয়।

Leave a Reply