ASANSOLBengali NewsWest Bengalव्यापार जगत

দেব এন্ড দেব ব্যাংকের উদ্বোধন ১১ ই নভেম্বর

মহিলা এবং সেলফ হেল্প গ্রুপের সাথে জড়িত মানুষদের ঋণ প্রদান করবে Deb & Deb Bank

বেঙ্গল মিরর ,আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : সমাজসেবী দেবকুমার চ্যাটার্জী বিভিন্ন সামাজিক কাজ নিরন্তর ঐকান্তিকভাবে করে আসছেন। বর্তমানে ওই সমাজসেবী আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষকে ঋণ প্রদান করার জন্য দেব এন্ড দেব নিধি লিমিটেড কম্পানি গঠন করেছেন। দেব এন্ড দেব ব্যাংকের উদ্বোধন ১১ ই নভেম্বর হবে ।

আসানসোল একটি সাংবাদিক সম্মেলনে দেবকুমার চট্টোপাধ্যায় জানান উনার ওই কোম্পানি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্র থেকে সমস্ত প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র পেয়েছে। দেব কুমার চট্টোপাধ্যায় বলেন দেব এন্ড দেব নিধি লিমিটেডের উদ্দেশ্য সমাজের মহিলা এবং সেল্ফ হেল্প গ্রুপের সাথে জড়িত সদস্যদের ঋণ প্রদান করা। এছাড়া এই কোম্পানি গঠন করার পর এতে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। তিনি আরো জানান প্রাথমিক স্তরে রাজ্যের কলকাতা, আসানসোল ,মেমারি, তারকেশ্বরে ব্যাংকের শাখা আরম্ভ হচ্ছে পরে রাজ্যের অন্যান্য জায়গাতেও এই ব্যাংকের শাখা খোলা হবে।

Leave a Reply