ASANSOL

অন্ডালে বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার।

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ নভেম্বরঃ বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্তাল থানার অন্ডাল গ্রামে। মৃত প্রৌঢ়ের নাম দুঃখহরণ ঘোষ (৬০)। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে প্রৌঢ়ের মৃতদের ময়নাতদন্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুঃখহরণ ঘোষ বেশকিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়ির লোকেরা তাকে এদিন সকালে ঘরে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে ঐ প্রৌঢ় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

Leave a Reply