ASANSOL

বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি।

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ নভেম্বরঃ বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। সোমবার সকালে ঘটনাটি ঘটে আসানসোলের সালানপুর থানার নাকড়াঝড়িয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম ছটু দাস (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুর থানার নাকড়ঝড়িয়া গ্রামের ছটু দাস সোমবার সকালে বাড়ির মধ্যে একটা ঘরে গায়ে আগুন লাগিয়ে নেন। তা দেখে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। তারা আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ ছটু দাসকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে ঐ ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পরিবারের তরফে পুলিশের কাছে কোন অভিযোগ দায়ের হয়নি। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।


Leave a Reply