Bengali NewsDURGAPURLatestNews

জোর করে চাঁদা তোলার অভিয়োগে গ্রেপ্তার দূই

বেঙ্গল মিরর, সন্তোষ পুইতন্ডী, দুর্গাপুর জোর করে চাঁদা তোলার অভিযোগে দু জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।রবিবার রাতে স্থানীয়দের অভিযোগ পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে কাঁকসার সিলামপুর থেকে দুই জনকে গ্রেফতার করে। ওই দুই যুবকের বিরুধ্যে রাস্তায় কালী পুজো উপলক্ষে চাঁদা তোলার অভিযোগ ওঠে।ঘটনাস্থলে গিয়ে কাঁকসা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেফতার হওয়া দুজনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

kanksa ps

Leave a Reply