ASANSOLASANSOL-BURNPUR

ভারত বন্ধ সমর্থনে পথসভা

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড ও দেশের অন্নদাতাদের জীবন জীবিকা ধ্বংসের বার্তাবাহী কৃষি বিলের বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর যে ভারত বন্ধ ডাকা হয়েছে তার সমর্থনে পথে নামল অল ওয়েস্টবেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের আসানসোল শাখার সদস্যরা।সংগঠনের পক্ষে বিভাস গাঙ্গুলি, অঞ্জনালোক ঘোষ ও গৌতম মন্ডল জানালেন এই হরতালে তারা তাদের পেশাগত দাবিগুলিও প্রচার করছেন।বিএনআর মোড়ে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন ইস্কো মজদুর ইউনিয়ন এর সৌমেন্দু গাঙ্গুলি, ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের সুদীপ্তা পাল ও আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক।

Leave a Reply