ASANSOL

দক্ষিণা কালীমন্দিরে অত্যাধুনিক Solar System প্রদান করলেন DRM

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল:আজ আসানসোলের ডি আর এম DRM সুমিত সরকার তাঁর পিতা-মাতার স্মৃতির উদ্দেশ্যে রেলপার ডিপুপাড়ার বিখ্যাত দক্ষিণা কালীমন্দিরে অত্যাধুনিক সোলার সিস্টেম SOLAR SYSTEM প্রদান করলেন ৷ এছাড়াও একটি আধুনিক হ্যান্ড স্যানিটাইজেশন অটোমেটিক মেশিন মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠা করেন ৷

এই উপলক্ষ্যে একটি অনাড়ম্বর সংক্ষিপ্ত অনুষ্ঠানে সুমিতবাবু দক্ষিণা কালীমায়ের পূজা দিয়ে সোলার সিস্টেমটি উদ্বোধন করেন ৷ এই প্রসঙ্গে মন্দিরের সেক্রেটারী মলয় মজুমদার জানান, এই সোলার সিস্টেমটি বসানোর ফলে মন্দিরের প্রচুর উপকার হল ৷ প্রতিমাসে পুজো ছাড়াও বিভিন্ন সামাজিক কাজকর্মে বিদ্যুতের জন্য প্রায় চার হাজার টাকা ব্যয় হত ৷ পাশাপাশি কোভিডের জন্য মন্দিরের আয়ও কমে গেছে ৷

এই সোলার সিস্টেম আমাদের সেসব দিক থেকে অনেকখানি রেহাই দেবে ৷ অন্যদিকে মন্দিরের প্রেসিডেন্ট আইনজীবি তপন ব্যানার্জী জানালেন উন্নতমানের এই সোলার সিস্টেমটির গ্যারান্টি পিরিয়ড পঁচিশ বছর ৷ এই দীর্ঘ সময় মায়ের ভক্তরা তার সুফল ভোগ করতে পারবে বলে তিনি ডি আর এম সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷
মলয়বাবুরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মিলি মজুমদার, রনজিৎ দে সরকার, তাপস মুখার্জি, ডি আর এমের সহায়ক প্রদীপ চক্রবর্তীসহ আরও অনেকে ৷

Leave a Reply