ASANSOLBengali NewsKULTI-BARAKAR

ঘন কুয়াশার ঢাকলো আসানসোল : নিয়ন্ত্রন হারিয়ে কুলটিতে রেল ব্রিজ থেকে উল্টে গেলো ডাব বোঝাই দশ চাকার ট্রাক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ ডিসেম্বরঃ ঘন কুয়াশায় মঙ্গলবার ভোরবেলা থেকে বলতে গেলে ডেকে ছিলো আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চল। বলতে গেলে এদিন সারাদিন রোদের মুখ দেখতে পাননি শিল্পাঞ্চলের বাসিন্দারা।
এদিকে এদিন, আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির মেলাকোলা রেল ব্রিজের নিচে ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় ডাব বোঝাই দশ চাকার একটি ট্রাক।


জানা গেছে, মঙ্গলবার সকালে ট্রাকটি ডাব বোঝাই করে বারাসাত থেকে বিহারের পাটনার দিকে যাচ্ছিলো । কিন্তু ঘন কুয়াশার জেরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
ট্রাকের খালাসি জানান , ডাব বোঝাই ট্রাকটিতে মোট ৩ জন ছিল৷ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলেও অল্পের জন্যে তারা সবাই রক্ষা পান

তবে এই ঘটনায় তারা সকলেই সামান্য আহত হয়েছেন ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও রেল কর্তৃপক্ষ৷ ঘটনার পরেই পালিয়ে যায় ট্রাকের চালক। পুলিশ ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাকটিকে তোলার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply