ASANSOLASANSOL-BURNPURDURGAPUR

ADDA এর CEO হলেন নিতিন সিংহানিয়া

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : নিতিন সিংহানিয়া ADDA এর CEO হলেন।
রাজ্য সরকার আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (সিইও) এর দায়িত্ব আসানসোল কর্পোরেশন কমিশনার নীতিন সিংহানিয়া, আইএএস এর উপর অর্পণ করেছে। বৃহস্পতিবার, রাজ্য সরকার তাকে কর্পোরেশন কমিশনার সহ এডিডিএ এর সিইও হিসেবে
অতিরিক্ত দায়িত্ব দিয়েছে।

এই দায়িত্ব পাওয়ার পরে নিতিন সিংহানিয়াকে পশ্চিম বর্ধমান জেলা চেম্বারের সাধারণ সম্পাদক জগদীশ বাগরী, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল, জামুরিয়া চেম্বারের সাধারণ সম্পাদক অজয় ​​খাইতান অভিনন্দন জানিয়েছেন। নিতিন সিংহানিয়াকে বলেন যে আসানসোল কর্পোরেশনের কমিশনারের পাশাপাশি এডিডিএর সিইও হিসেবে দায়িত্ব পাওয়ার পর আরও উন্নততরূপে আসানসোলের উন্নয়ন করা সম্ভবপর হবে।

nitin singhania file photo

Leave a Reply