ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANNewsPolitics

পাঁচ মাস অপেক্ষা করুন, সব হিসেব নেওয়া হবে

বারাবনিতে বিজেপির মিছিল থেকে তৃণমূল কে হুঁশিয়ারি

বেঙ্গল মিরর,বারাবনি, সৌরদীপ্ত সেনগুপ্ত ও মনোজ শর্মা: বারাবনি ব্লকের গত ৫ ই ডিসেম্বর বিজেপির মিছিলে গুলি বোমা চলে। বারাবনির জামগ্রাম খরাবোর মোড়ের কাছে মিছিল বন্ধ হয়ে যায়। বিজেপির পক্ষ থেকে নুনি মোড় পার্টি অফিসে প্রয়াত বাবুল সুপ্রিয়র মায়ের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রথমে আজ নুনী মোড় থেকে একটি বাইক মিছিল করা হয়। এরপর পায়ে হেঁটে আজ জামগ্রাম থেকে কাপিস্টা মোড় পর্যন্ত আসে মিছিল। কাপিস্টা মোড়ে একটি পথসভা হয়।

সেখানে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সহ সভাপতি ও রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়, সৌরভ সিকদার ।
রাজু বন্দ্যোপাধ্যায়ের বলেন,” আর পাঁচ মাস অপেক্ষা করুন। তারপর সব হিসেব নেওয়ায় হবে কারণ বিজেপি রাজ্যে সরকার গড়তে চলেছে। কাউকে ছাড়া হবেনা সে জোট বড় কয়লা কারবারি হোন না কেন।”

সৌরভ সিকদার বলেন,
“পুলিশ প্রশাসনকে সতর্ক হয়ে কাজ করতে হবে। কারণ বিজেপি সরকার গড়বার পর সমস্ত কাজের হিসেব নেওয়া হবে।”

ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, নির্মল কর্মকার, যুব মোর্চার রাজ্য জেনারেল সেক্রেটারি বাপ্পা চ্যাটার্জী, যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়, স্থানীয় মন্ডল সভাপতি সাধন রাউত, বিজেপি নেতা স্বপন রায়, সুজিত মন্ডল, কৃষ্ণ পদ্মনাভস্বামী ও আরো অনেকে বিজেপি কর্মীরা।

Leave a Reply