ASANSOLASANSOL-BURNPURBengali NewsDURGAPUR

ন্যাশানাল লোক আদালত বসলো আসানসোল আদালতে, ৩৮০টি মামলার নিষ্পত্তি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ ডিসেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে শনিবার আসানসোল আদালতে ন্যাশালান লোক আদালত বসে। এদিনের লোক আদালতে মোট তিনটি বেঞ্চ বসানো হয়। এই তিনটি বেঞ্চে বিচারকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা জজ মনোজ কুমার প্রসাদ ও শরন্যা সেন প্রসাদ এবং জেলা ম্যাজিস্ট্রেট ( ষষ্ঠ) অভিষেক মান্না।

লোক আদালতের তিনটি বেঞ্চে ১১০৩ টি মামলা শুনানির জন্য নথিভুক্ত করা হয়েছিলো। তারমধ্যে এদিন শুনানির ভিত্তিতে ৩৮০ টি কেসের নিষ্পত্তি করা হয়। তারমধ্যে রয়েছে মোটর ভেহিক্যালস মামলা ও মোটর দূর্ঘটনা ক্লেইম মামলা।


এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান লিগ্যাল সার্ভিসেস অথরিটির সম্পাদক লীলা লামা বলেন, এই জেলায় আসানসোল ও দূর্গাপুরে লোক আদালত বসেছে। এদিনের লোক আদালতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ও সংস্থার কর্মীরা মামলায় ছিলেন। লোক আদালত আইনজীবী হিসাবে ছিলেন অলোক চট্টোপাধ্যায়, পবন যাদব ও সঞ্জয় কুমার শর্মা। এছাড়াও এদিনের লোক আদালতে সমাজ কর্মী হিসাবে উপস্থিত ছিলেন অনুরাধা মালিয়া সারহা, ঝর্ণা বন্দোপাধ্যায় ও সোমা চট্টোপাধ্যায়।

Leave a Reply