ASANSOLASANSOL-BURNPUR

আপকার গার্ডেন বিদ্যুৎ দপ্তরে অগ্নিকাণ্ড

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আপকারগার্ডেন ডাব্লুবিএসইডিসিএল ( WBSEDCL) কার্যালয়ে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা সুব্রত म, বিনোদ দুবে বিষয়টি আসানসোল সাউথ পিপি এবং ফায়ার ব্রিগেডকে
জানান। খবর পেয়ে দমকল দপ্তরের একটি ফায়ার ইঞ্জিন এবং দক্ষিণ পিপির পুলিশ ডাব্লুবিএসইডিসিএল (WBSEDCL) অফিসে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

সুব্রত জানান, দুপুরে অফিস বন্ধ হবার পর নিরাপত্তা প্রহরী অফিসে তালা দিয়ে অনত্র গিয়েছিলেন। এর কিছুক্ষণ পরে উপরের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তিনি তৎক্ষণাৎ এটি দমকল বিভাগ এবং দক্ষিণ পিপি পুলিশকে জানিয়ে দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতি নেই। কিছু কাগজপত্র এবং জিনিসপত্র পুড়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

Leave a Reply