ASANSOL

Asansol : শীতলা মোড়ে সড়ক দুর্ঘটনা, বিজেপির রাস্তা অবরোধ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : কিছুক্ষন আগেই শীতলা মোড়ে সড়ক দুর্ঘটনা। বিজেপির রাস্তা অবরোধ। রবিবার সন্ধ্যায় আসানসোল উত্তরের শীতলা মোড়ের নিকট ২ নম্বর ন্যাশনাল হাইওয়ে – তে দুর্ঘটনায় দুই মহিলা আহত হয়েছেন। দুজনেই রেলপারের বাবুতালাও এর বাসিন্দা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর চাউর হতেই বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে। পুলিশ পৌঁছে রাস্তা থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়।

বিজেপি নেতা শিব প্রসাদ বর্মণ, প্রতিমা কুশওয়াহা, কিশোর কুশওয়াহা বলেছেন যে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। ওই জায়গায় কোনও ট্রাফিকের ব্যবস্থা নেই। সেখানকার লোকেরা দীর্ঘদিন ধরে হাই মাস্ট লাইট ইনস্টল করার দাবি করে আসছে। কিন্তু হাইওয়ে কতৃপক্ষ কর্নপাত করছে না।

Leave a Reply