ASANSOLBengali News

রি ইউনিয়ন করল, আমাদের ধাদকা এন সি এল বিদ্যামন্দির ফেসবুক গ্রুপ

বেঙ্গল মিরর, আসানসোল: এই প্রথম কোথাও শিক্ষক শিক্ষিকা কে সঙ্গে নিয়ে রি ইউনিয়ন করলো ছাত্র ছাত্রীরা। উত্তর আসানসোলের বহু প্রাচীন ধাদকা স্কুলে রি ইউনিয়ন করল ” আমাদের ধাদকা এন সি এল বিদ্যামন্দির ফেসবুক গ্রুপ ” । 2020 সালের 5 ই অগাস্ট হটাৎ তৈরি হয় এই গ্রুপ। তারপর কয়েক মাসের মধ্যে ই রি ইউনিয়ন অনুষ্ঠিত হয়। বিশেষ করে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা দের বরণ করার পর স্কুলের স্মৃতিচারণ ও করা হয়। সুদূর ভুবনেশ্বর, শিলচর, কলকাতা থেকে বহু ছাত্র ছাত্রী উপস্থিত হন এই অনুষ্ঠানে।

Leave a Reply