ASANSOLBengali News

ভেটারেন সার্ভিস স্টেশনে পালিত হলো ইন্ডিয়ান ওয়েল কাস্টমার্স ডে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ জানুয়ারিঃ আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন ভেটারেন সার্ভিস স্টেশনে( পেট্রোল পাম্প) VETERAN service station শনিবার পালিত হয় ইন্ডিয়ান ওয়েল কাস্টমার্স ডে। এরজন্য সার্ভিস স্টেশনকে বেলুনে সাজিয়ে তোলা হয়। সকাল সাড়ে দশটা থেকে জ্বালানি নিতে আসা সব গাড়ি চালকদের স্বাগত জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় চকলেট। ম্যানেজার রুপা মন্ডল নিজে কাস্টমার সঙ্গে কথা বলে, তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। এদিন কাস্টমার্স ডে উপলক্ষে জ্বালানি নিতে আসা সবাইকে বিশেষ পয়েন্ট দেওয়া হয়। যার মাধ্যমে তারা বাড়তি জ্বালানি বিনামূল্যে পান।
এই প্রসঙ্গে ম্যানেজার বলেন, আমরা সব সময় জ্বালানি নিতে আসা সবার প্রতি নজর দিয়ে থাকি। কর্মীদের আমরা সব সময় সজাগ থাকতে বলি। আগামী দিনে পরিসেবা আরো ভালো যাতে দেওয়া যায়, তার চেষ্টা করবো।
এখানে জ্বালানি নিতে আসা সবাই খুব খুশি হন এদিন।

VETERAN service station

Leave a Reply