ASANSOLBengali News

জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় তৃনমুল কংগ্রেসের নেতা সহ ব্যবসায়ীর মৃত্যু, শোকের ছায়া

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ জানুয়ারিঃ জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় তৃনমুল কংগ্রেসের নেতা সহ ব্যবসায়ীর মৃত্যু, শোকের ছায়া। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো মোটরবাইক চালক এক তৃনমুল কংগ্রেসের নেতার। শুক্রবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার ডিভিসি মোড়ের কাছে ২নং জাতীয় সড়কে। আসানসোল দক্ষিণ থানার ডামরার বাসিন্দা মৃত নেতার নাম চন্ডি চট্টরাজ (৪৭)। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হয়।

Chandi chattraj file photo


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরবাইক করে পেশায় ব্যবসায়ী তৃণমূল কংগ্রেসের নেতা চন্ডি চট্টরাজ রানিগঞ্জের দিক থেকে আসানসোলের দিকে আসছিলো। সেই সময় জামুড়িয়া থানার ডিভিসি মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কে একটি গাড়ি তাকে পেছনের দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত চন্ডি চট্টরাজ আসানসোল পুরনিগমের প্রাক্তন জিতেন্দ্র তেওয়ারির ঘনিষ্ঠ বলে ছিলেন। মৃত চন্ডি চট্টরাজ তৃনমুল কংগ্রেসের নেতা অনুপ চট্টরাজের আত্মীয়।

Leave a Reply