ASANSOLBengali NewsLatest

রাজ্য পুলিশের ৭০ জন ইন্সপেক্টর বদলি, এডিপিসির ২ জন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
রাজ্যে ৭০ জন পুলিশ ইন্সপেক্টর বদলির নির্দেশ জারি করা হল। এদের মধ্যে এডিপিসির ২ জন। পশ্চিমবঙ্গ পুলিশের ৭০ জন ইন্সপেক্টরের এই বদলি নির্দেশ জারি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই বদলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

রানীগঞ্জ ও কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দু’জন ইন্সপেক্টরের বদলি করা হয়েছে। সন্দীপন চ্যাটার্জী রানীগঞ্জ থানার দায়িত্বে থাকবেন এবং কুলটির দায়িত্বে থাকবেন অসীম মজুমদার।

List given below

Leave a Reply