ASANSOLBengali News

দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোল এর বিভিন্ন এলাকায় রবিবার দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। আসানসোলের ওয়ার্ড সংখ্যা ৪৯ এর ক্ষুদিরাম পার্কে হিলভিউ নর্থ পুজো কমিটির পক্ষ থেকে 175 জন দুঃস্থ মানুষদের কে কম্বল বিতরণ করা হলো। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।

এছাড়া উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারপার্সন অমরনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর আলপনা ব্যানার্জি, দেবাশীষ ব্যানার্জি, গুরুদাস চ্যাটার্জী রকেট, পুজো কমিটির সভাপতি শান্তা গুন, সম্পাদিকা ডালিয়া ব্যানার্জি, শুক্লা ঘোষ, উর্বশি সিং প্রমুখ।

কম্বল বিতরণ

অন্যদিকে ওয়ার্ড সংখ্যা 40 এর আরাডাঙ্গা এলাকায় তৃণমূলের যুব নেতা চান্কি সিং এর নেতৃত্বে কম্বল বিলি করা হয়। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বোর্ড সদস্য অভিজিৎ ঘটক। এছাড়া প্রাক্তন কাউন্সিলর উসা সিংহ উপস্থিত ছিলেন। এখানে প্রায় 200 থেকে বেশি মানুষকে কম্বল দেওয়া হয়

Leave a Reply