Corona Vaccine নিলেন ৬৫০ জন
পশ্চিম বর্ধমান জেলায় ১০ টি কেন্দ্র থেকে ষষ্ঠ দিনে



বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৫ জানুয়ারিঃ Corona Vaccine লক্ষ্য মাত্রা ছিলো ১ হাজার। তারমধ্যে সোমবার প্রথম পর্যায়ের ষষ্ঠ দিনে পশ্চিম বর্ধমান জেলার ১০ টি কেন্দ্র থেকে করোনার ভ্যাকসিন Corona Vaccine নিলেন ৬৫০ জন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে পুরনো ৬টি কেন্দ্র বাদ দিয়ে নতুন ৬টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি ৩২৬ জন, ১৮ জানুয়ারি ৩৯৪ জন ও ১৯ জানুয়ারি ৩৭৩ জন, ২১ জানুয়ারি ৬৬০ জন ও ২২ জানুয়ারি ৬৭৬ জন এই জেলায় ভ্যাকসিন নিয়েছেন।
এদিন আসানসোল জেলা হাসপাতাল থেকে সর্বোচ্চ ১০৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে প্রায় ৭৫০ জনের নাম ভ্যাকসিন নেওয়ার জন্য নথিভুক্ত করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি জেলা হাসপাতাল সহ ১০ টি কেন্দ্র থেকে আবার ভ্যাকসিন দেওয়া হবে।
এদিন জেলার নয়টি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার সংখ্যা এই রকম দূর্গাপুর মহকুমা হাসপাতালে ৩৪ জন, লাউদোহা রুরাল হাসপাতালে ৭৬ জন, বারাবনির কেলেজোড়া বিপিএইচসি ৭২ জন, দূর্গাপুর এসিএমওএইচ অফিস ১০২ জন, অন্ডালে ৫৫ জন, পান্ডবেশ্বরে ৫০ জন, বরাকর পিএইচসিতে ৭২জন, জামুড়িয়ার আখলপুরে ৫৩ জন ও সালানপুরের পিঠাইকেয়ারিতে ২৭ জন।