ASANSOLRANIGANJ-JAMURIA

নরোত্তম মিশ্র কে পাল্টা দিলেন দাশু

বেঙ্গল মিরর, আসানসোল: মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র শুক্রবার রানিগঞ্জে সভা থেকে তৃণমূল কে হুঁশিয়ারি দিয়েছিলেন, আজ ওনাকে পাল্্টা আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন নরোত্তম বাবু আমরা তৃনমূল কংগ্রেস কর্মীরা করোনা কালে রাস্তায় মানুষের সাথেই ছিলাম তাই আমাদের ভ্যাকসিন এর দরকার নেই, আপনারা সেই সময় বাড়িতে ছিলেন তাই আপনাদের এবং আপনাদেরদলের ভ্যাকসিন এর দরকার আছে।

নরোত্তম বাবু আপনি বাংলার বাইরে থেকে এসেছেন এখানে করোনা ছড়ানোর চেষ্টা করছেন. আপনি জনগণের ভোটে জিতে মন্ত্রী হন নি, আপনাদের দল কেনাবেচা করে আপনাকে মন্ত্রী করেছে.


আপনার মধ্যপ্রদেশের কালচার বাংলায় চলবেনা, বাংলা দখলের স্বপ্ন দেখবেন না. বিধানসভা নির্বাচনের পর আপনি বাড়ি চলে যাবেন.আমাদের বাংলায় তৃণমূলের সরকার নিশ্চয়ই থাকবে.
ভাল আছেন ভাল থাকুন।

Leave a Reply