ASANSOL

পানীয়জলের সমস্যা মেটাতে পুরনিগমের উদ্যোগে জলাধার, শিলান্যাস করলেন মন্ত্রী ও পুর প্রশাসক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ ফেব্রুয়ারিঃ(Asansol News) আসানসোল পুরনিগমের উদ্যোগে আসানসোলের রেলপারে ধাদকা রোড এলাকায় তৈরী করা হলো একটি পানীয় জলের জলাধার। বুধবার এক অনুষ্ঠানে এই জলাধারের শিলান্যাস করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টাপাধ্যায়।

শিলান্যাসের পরে মন্ত্রী মলয় ঘটক বলেন, পুরনিগম এলাকায় যে পানীয় জলের সমস্যা ছিল , তা মেটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পানীয় জল প্রকল্পের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। Asansol News তিনি আরো বলেন, এর পর থেকে এই এলাকার মানুষ দিনে দুবার করে পানীয় জল পাবেন। পানীয়জলের সমস্যা আর এই এলাকায় থাকবেনা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের বোর্ড সদস্য অভিজিত ঘটক, প্রাক্তন বোরো চেয়ারম্যান গোলাম সরবর ,বিদায়ী কাউন্সিলর হাজি নাসো ।

Leave a Reply