KULTI-BARAKAR

বাম ছাত্র-যুব সংগঠনের অবরোধ

বেঙ্গল মিরর, সাবির আলি, কুলটি:: কুলটি জোনাল বাম ছাত্র-যুব সংগঠনে প্রথমে মিছিল , GT রোড অবরোধ এবং শেষে নিয়ামতপুর ফাঁড়ি ঘেরাও ।

বামফ্রন্ট ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে বিগত 11এই ফেব্রুয়ারিতে নবান্ন অভিযান করা হয় , সেই অভিযানে পুলিশের মারে গুরুতর জখম হয়েছিলেন বাম ছাত্র নেতা মইদুল মীধ্ধা । তার পর সেই ছাত্র নেতার আজ রবিবার মৃত্যু হয়। ছাত্র নেতার মৃত্যু ঘটনার প্রতিবাদে কুলটির জোনাল বাম ছাত্র যুব সংগঠন ও cpim পার্টি মিলে নিয়ামতপুরে দফায় দফায় প্রতিবাদে সামিল হল।

প্রথমে মিছিল, পরে জিটি রোড অবরোধ এবং পরে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি ঘেরাও করে বামেরা। প্রায় আধঘন্টা ধরে নিয়ামতপুরে জিটি রোড অবরোধ করে বামেরা এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় তারপর নিয়ামতপুর ফাঁড়ি ঘেরাও করা হয় । এই দিন তীব্র প্রতিবাদে ফেটে পড়ে বাম নেতৃত্ব এদিনের এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন কুলটি জোনাল কমিটির নেতা সাগর মুখোপাধ্যায়, দেবানন্দ প্রসাদ, সুজিত ভট্টাচার্য , বিনোদ সিং সহ অনেকে ।

Leave a Reply