ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী তৃনমুল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

আসানসোলের জামুড়িয়ার ঘটনা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ জানুয়ারিঃ বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন আসানসোলের জামুড়িয়া থানার জামুড়িয়া ব্লকের কেন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃনমুল কংগ্রেসের নেত্রী। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জামুড়িয়া থানার ইষ্ট কেন্দা কলোনি এলাকায়। মৃত গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের নাম হাসি বাউরি (৪৩)।


বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যা সহ নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। বুধবার রাতে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। বাড়ির লোকেরা তা জানতে পেরে আগুন নিভিয়ে অগ্নি দগ্ধ অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ জানায় এই ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, মানসিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন।

Leave a Reply