ASANSOLBengali News

কাল্লা মোড়ের কাছে ভয়াবহ পথ দূর্ঘটনা, দুজনের মৃত্যু

২ নং জাতীয় সড়কে ১৪ চাকা গাড়ির ধাক্কায় মোটরবাইক চালক সহ মৃত্যু দুজনের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ ফেব্রুয়ারিঃ আসানসোলের ২নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দূর্ঘটনা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে। ১৪ চাকা একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মোটরবাইকে থাকা দুজনের। সন্ধ্যা পর্যন্ত মৃতদের নাম ও ঠিকানা পাওয়া যায় নি। অঙ্গাত পরিচয় মৃত দুজনের বয়স আনুমানিক ৪০ ও ৫০ বছর।


পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে পাঁচটার সময় দুজন মোটরবাইক করে দুজন ২ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলো। আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে একটি ১৪ চাকার ট্রাক তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সেই দূর্ঘটনা দেখে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে। দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায় মৃত দুজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply