ASANSOL

প্রাক্তন কাউন্সিলর, তৃণমূল কর্মী, ব্যবসায়ী বিজেপিতে যোগদান করলেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :
আসানসোলে আয়োজিত বিজেপির পরিবর্তন যাত্রা চলাকালীন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কর্মী ও ব্যবসায়ী বিজেপিতে যোগ দেন। কুলটি, আসানসোল উত্তর, জামুরিয়া এবং দুর্গাপুরের মানুষ টিএমসি ছেড়ে বিজেপি-তে যোগ দেন।

প্রাক্তন টিএমসির কাউন্সিলর অভিজিৎ আচার্য ও আসানসোল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য সমর্থকদের নিয়ে আজ বিজেপিতে যোগ দেন।বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সাংসদ অর্জুন সিং এর হাতে পতাকা ধরে বিজেপিতে যোগ দেন।

টিএমসির কার্তিক দাস, রিজু দাঁ, দীপক বিশ্বাস, দশরথ দাস, হেমন্ত মন্ডল, কংগ্রেসের রাজা মুখার্জি আসানসোল উত্তর বিধানসভা থেকে বিজেপিতে যোগ দেন। সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন আসানসোলের হোটেল ব্যবসায়ী জামুরিয়ার বাসিন্দা অশোক সানথালিয়া।

Leave a Reply