ASANSOL

জেলা হাসপাতালে বাংলা পক্ষের বিক্ষোভ

স্থানীয়দের চাকরি সহ ডিসপ্লে বোর্ডে বাংলার ব্যবহার ও ট্রমা কেয়ার ইউনিট দ্রুত চালু করার দাবি

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোল জেলা হাসপাতালে স্থানীয়দের চাকরি সহ ডিসপ্লে বোর্ডে বাংলার ব্যবহার ও ট্রমা কেয়ার ইউনিট দ্রুত চালু করার দাবিতে স্মারকলিপি দিল বাংলা পক্ষ ৷ এদিন বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে সদস্যরা জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ,

তাদের দাবি স্থানীয় ভূমিপুত্রদের চাকরির সুযোগ না দিয়ে বাইরের ব্যক্তিদের কাজে নিয়োগ করা হচ্ছে ৷ এরফলে স্থানীয়রা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে ৷ একই সাথে ট্রমা কেয়ার ইউনিট পুরোপুরি তৈরি হয়ে গেলেও কোনো এক অহেতুক কারণে চালু হচ্ছে না ৷ ফলে যন্ত্রাংশগুলি অকেজো হয়ে পড়ছে ৷ একই সাথে হাসপাতালের ডিসপ্লে বোর্ডগুলিতে বাংলার পরিবর্তে হিন্দি ভাষার আধিক্য বাড়ছে ৷ বাংলার ভূমিতে যা এক প্রকারের অনৈতিক ৷ এরই প্রতিবাদে জেলা হাসপাতালের সুপার ডা. নিখিল চন্দ্র দাসের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply