ASANSOLBengali News

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

https://fb.watch/3PemiDP1lk/

বেঙ্গল মিরর, আসানসোল: পরিক্ষার রেজাল্ট দেওয়া না হলেও পরের সেমিস্টারের জন্য ফ্রম ফিলাপের ব্যবস্থা নিতে বলছে বিশ্ববিদ্যালয়,এমন অভিযোগ তুলে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ।সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এক ছাত্র সুরেন রুইদাস বলেন, রিভিউ কমপ্লিট না করে ফ্রম ফিলাপের মেসেজ দেয় কি করে। এটা আমার জানতে চাই।এটা ভিসা স্যারের কাছে জানাচ্ছি ।

ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ


আর এক ছাত্রী সায়ন্তনী ব্যানার্জি বলেন, পরিক্ষা দিয়ে ছিলাম,রেজাল্ট পায়নি।নট ফাউন্ড দেখিয়েছিল।এখানে এসে পাঁচ ছ বার বললাম ।এখন বলছে আমি নাকি পরিক্ষাই দিইনি,আমার অনুপস্থিত আছে।অথচ আমি পরিক্ষা দিয়েছি ।

Leave a Reply