ASANSOLBengali News

KNU : রাত বারোটা পর্যন্ত কলেজের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

বেঙ্গল মিরর ,আসানসোল: বিক্ষোভের পর রাত বারোটা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকলেও শেষ পর্যন্ত শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের জেরে নিজেদের বিক্ষোভ তুলে নিল আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা মঙ্গলবার সকাল আটটা থেকে নিজেদের এনরলমেন্ট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় 13 টি বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের দাবি বিভিন্ন ক্ষেত্রে তাদের বারবার হেনস্থা করা হচ্ছে উপাচার্যকে এ বিষয়ে বারবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হয় কার্যত তারা এ দিন এই আন্দোলনের পথ বেছে নেন তাদের দাবি ছিল।

সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা তাই মঙ্গলবার সকাল আটটা থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত বিক্ষোবের সামিল হন ছাত্রছাত্রীরা আটকে দেওয়া হয় সমস্ত অধ্যাপক এবং শিক্ষা কর্মীদের অবশেষে মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় ও কলেজ প্রশাসনের তরফ থেকে বিষয়টি ভাবনাচিন্তার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠিয়ে নেয় ছাত্রছাত্রীরা কিন্তু প্রশ্নটা থেকেই আছে মুখ্যমন্ত্রীর সাধের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বারবার কেন এই সমস্যার মুখে পড়তে এবং তার জন্য কেনইবা উচ্চ শিক্ষার ওপর সঠিক কোন পদক্ষেপ নিচ্ছেন না

Leave a Reply