ASANSOLBengali NewsPANDESWAR-ANDAL

অন্ডাল থেকে গ্রেফতার লালা ঘনিষ্ঠ রনবীর সিং

বেআইনি কয়লা পাচার মামলায় তৎপর রাজ্য পুলিশের সিআইডি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ মার্চঃ বেআইনি কয়লা পাচার মামলায় বড়সড় সাফল্য পেলো রাজ্য পুলিশের সিআইডি। শুক্রবার রাতে সিআইডির একটি দল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থেকে গ্রেফতার করেছে অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ একজনকে। ধৃতর নাম রনবীর সিং। রনবীর সিংয়ের বাড়ি অন্ডাল থানার কাজোড়া এলাকায়। শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হবে বলে জানা গেছে। সিআইডি তাকে রিমান্ডে নেবে। সিআইডি সূত্রে আরো জানা গেছে, ধৃতকে জেরা করে অনেক তথ্য পাওয়া যাবে। যা, এই মামলার তদন্তে অনেক সাহায্য করবে।


প্রসঙ্গতঃ, পুরুলিয়ার বাসিন্দা লালা এখনো ফেরার। তাকে গত কয়েক মাস ধরে হন্যে হয়ে খুঁজছে সিবিআই । তার কোন সঙ্গীকে এখনো নাগালের মধ্যে পায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই আদালত তাকে ফেরার ঘোষণা করেছে। অন্যদিকে, এই কয়লা পাচার মামলায় সিবিআই ও সিআইডির তদন্ত নিয়ে চাপানওতোরও একসময় হয়। দেখা যায় রাজনৈতিক তরজাও। কেন্দ্র ও রাজ্যের দুই গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে তৃনমুল কংগ্রেস ও বিজেপির নেতারা একে অপরকে আক্রমনও করেন।

Leave a Reply