ASANSOLBengali News

আসানসোলে মোটরবাইকে ট্রাকের ধাক্কায় মৃত্যু একজনের,আহত আরো এক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ মার্চঃ একটি মোটরবাইকে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো একজনের। আহত হয়েছেন আরো একজন। বুধবার দুপুরে আসানসোল উত্তর থানার শীতলা মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছে। আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়ার বাসিন্দা মৃত ব্যক্তির নাম মানিক নুনিয়া (৫০)। দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আহত ব্যক্তির নাম সুজয় পইতুন্ডি (৪৯)।


পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মানিক নুনিয়া পেশায় গাড়ি চালক। আহত সুজয় পুইতুন্ডি গাড়ির মালিক। এদিন দুপুরে সুজয় পুইতুন্ডি চালক মানিক নুনিয়াকে নিয়ে মোটরবাইক করে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ে গ্যারাজে আসছিলেন।

আসানসোলের শীতলা মোড়ের কাছে ২নং জাতীয় সড়কে পেছনের দিক থেকে একটি ট্রাক তাদের মোটরবাইকে ধাক্কা মারে। তাতে দুজনই রাস্তায় ছিটকে পড়লে, পেছনে আসা অন্য একটি ট্রাক মানিককে পিষে দেয়। খবর পেয়ে এলাকায় আসে আসানসোল উত্তর থানার পুলিশ। দুজনকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মানিককে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply