ASANSOLASANSOL-BURNPURBengali News

বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের আনন্দ দিতে স্বপ্নের সাফল্য

বেঙ্গল মিরর, আসানসোল: শহরের এক কোণে পড়ে থাকে ওরা। আপনজনেরা আর খোঁজ নেয় না। মন খারাপের দিনলিপিতে তাই আবাসিকদেরই বন্ধু হিসেবে আঁকড়ে ধরা। বার্নপুরের ঢাকেশ্বরী প্রান্তিক বৃদ্ধাশ্রমের আবাসিকদের এই নিঃসঙ্গ অবস্থার কথা শহরের প্রায় প্রতিটি মানুষই জানে। আর তাইতো মাঝে মাঝে ওই বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ দিতে অনেকেই যান সেখানে।


এবার বার্নপুরের “স্বপ্নের সাফল্য” নামে একটি সমাজসেবী সংগঠন ওই বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ দিতে তাদের সঙ্গে সময় কাটিয়ে এল। একদল যুবক যুবতী এই স্বপ্নের সাফল্য সংগঠনটি তৈরি করেছে। সহায়তা বা সাহায্য বিশেষ কিছু না পেলেও নিজেরাই টাকা জমিয়ে সেই সামান্য টাকা দিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ দিতে নানান রকমের খাবার উপহার সামগ্রী তুলে দিয়ে এল।


সংগঠনের পক্ষ থেকে সংগীতা, রিনা, পিন্টু, চন্দন, রাহুল প্রভাতরা জানান আগামী দিনে আরো অনেক সমাজসেবা করার ইচ্ছে আমাদের রয়েছে। সহযোগিতা পেলে আমরা সমাজের সমস্ত অসহায় মানুষের পাশে থাকব।

Leave a Reply