ASANSOLCOVID 19Latest

করোনায় আক্রান্ত তৃণমূল নেতা পূর্ণ শশী রায় সহ একাধিক বিজেপি নেতা

বেঙ্গল মিরর, আসানসোল: তৃণমূল নেতা পূর্ণ শশী রায় করোনায় আক্রান্ত হলেন। জামুরিয়ার প্রবীণ তৃণমূল নেতা পূর্ণ শশী রায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি এখন ঘরেই নিজেকে আইসোলেট করেছেন।

Purnasasi roy

উল্লেখ্য়, তিনি গত বেশ কয়েক দিন ধরে একটানা প্রচার চালাচ্ছিলেন, জামুরিয়ার প্রার্থী হরে রাম সিংয়ের পক্ষে জোর প্রচার চালাচ্ছিলেন, কালকে তাঁর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে, তিনি বলেন যে তিনি এখন বাড়িতে আছেন। ওনার সাথে যোগাযোগ করা ব্যক্তিদের করোনার টেস্ট করতে বলেছেন।


একই সঙ্গে প্রধানমন্ত্রীর সভার আগে বিপুল সংখ্যক বিজেপি নেতৃবৃন্দকে কে টেস্ট করা হয়েছিল। যার মধ্যে বিপুল সংখ্যক নেতাকে করোনা পজিটিভ পাওয়া গেছে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব বললেন যে এসপিজির নির্দেশে করোনার টেস্ট করা হয়েছিল। কিছু লোকের রিপোর্ট পজিটিভ এসেছে।এর তথ্য এসপিজিকে দেওয়া হয়েছে।

Leave a Reply