ASANSOLBengali News

আসানসোল-বর্ধমান এবং অন্ডাল সাইথিয়ার মধ্যে চলাচল কারী লোকাল ট্রেন বন্ধ হবে রবিবার থেকে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল ।আসানসোল ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী রবিবার  অর্থাৎ ৯  ই মে থেকে আসানসোল বর্ধমান এবং অন্ডাল সাইথিয়ার মধ্যে চলাচল কারী লোকাল ট্রেন বন্ধ করে দেয়া হবে। যদিও রাজ্য সরকার গত বুধবারই নির্দেশ দিয়েছিল রাজ্যজুড়ে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হবে।

অন্যদিকে আসানসোলের মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় জানিয়েছেন তারা গত ১ লা মে  থেকে যে বাস গুলি বন্ধ রেখেছেন সেগুলি প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে।

সুদীপবাবু বলেন আমরা শুক্রবার জেলাশাসক কে চিঠি দিয়ে জানিয়েছি   গত ১ লা মে থেকে মিনিবাস বন্ধ করা আছে। ওই সময় থেকেই বড় বাস বন্ধ থাকলেও দু-একটি ক্ষেত্রে তারা চালালেও সেভাবে যাত্রী মেলেনি। সেই কারণে প্রশাসন এ ব্যাপারে যদি কোন নির্দেশ দেয় তাহলে তারা তা মানবেন। আপাতত করোনার প্রকপের কারণে  বাসগুলি তারা বন্ধ রাখবেন। এছাড়া ওই চিঠিতে তিনি জেলাশাসককে জানিয়েছেন রাজ্য সরকারের নির্দেশ মত প্রায় দুই হাজার  বাস কর্মীর ভ্যাকসিন এর ব্যবস্থা করা হোক এবং তাদের নামের তালিকা জেলা পরিবহন কর্তার কাছে শুক্রবার পাঠিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply