Bengali NewsPoliticsWest Bengal

শিল্পাঞ্চলের বিধায়করা শপথ নিলেন বিধানসভায়

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
শিল্পাঞ্চলের নবনির্বাচিত বিধায়করা শুক্রবার বিধানসভায় শপথ নেন। তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর থেকে মলয় ঘটক, পাণ্ডবেশ্বর থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়া থেকে হরেরাম সিং এবং রানীগঞ্জ থেকে তাপস ব্যানার্জী শপথ নেন।
এদিকে বিজেপির আসনসোল দক্ষিণের নব নির্বাচিত বিধায়িকা অগ্নিমিত্রা পল, কুলটির ডা: অজয় পোদ্দার, দুর্গাপুর পশ্চিমের লক্ষণ ঘরুই শপথ নেন বিধানসভায় ।

Leave a Reply