BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

প্রগতিশীল বাউরী সমাজ বিধায়ক বিধান উপাধ্যায় কে সম্বর্ধনা দিল

বেঙ্গল মিরর, বারাবনি , মনোজ শর্মা : বারাবনি ব্লকের প্রগতিশীল বাউরী সমাজ পক্ষ থেকে আজ পাঁচগাছিয়া রাজিব চোকে তৃতীয়বারের জন্য বিধায়ক হবার শ্রী বিধান উপাধ্যায় কে সম্বর্ধনা দেয়া হলো ফুলের স্তবক তারি সঙ্গে বারাবনির তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট Asit sing ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দেয়া হলো সম্বর্ধনা পেয়ে বিধায়ক জানান যেহেতু করুণা নিয়ে বিভিন্ন জায়গায় সরকারি প্রটোকল মেনে চলা হচ্ছে আমরা কোন মিটিং মিছিল এই অবস্থায় করতে পারছিনা।

Leave a Reply