LatestWest Bengal

ক্লাবগুলিকে সেফ হোম তৈরী করতে সহায়তা করবে রাজ্য সরকার

বেঙ্গল মিরর আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : করোনার বাড়তে থাকা সংক্রমণের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে কোনও ক্লাব বা এনজিও যদি কোভিড রোগীদের জন্য ফাঁকা খালি ক্লাবঘর বা কমিউনিটি হলের ব্যবস্থা করতে পারে তাহলে রাজ্য সরকার তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে যাতে সেগুলিকে “সেফ হোম” তৈরি করা যায়। বর্তমান সময়ে এমন প্রচুর সংখ্যক রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে যাদের মৃদু লক্ষণ অথবা লক্ষণ নেই (asymptomatic)। এ জাতীয় কেন্দ্রগুলিতে ওই সমস্ত রোগীর চিকিৎসা করা হবে।

ওই ” সেফ হোম” গুলিতে চিকিসক নিয়মিত চেকআপ করবেন, অক্সিজেনের যোগান যাতে নিরবিচ্ছিন্ন থাকে তার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। এছাড়াও, ওষুধ এবং প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হবে। এই ধরণের সেট আপ তৈরি করতে প্রথমে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) এর সঙ্গে যোগাযোগ করতে হবে। লক্ষণীয় বিষয় হল, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রায় ২০ হাজারেরও বেশি রোগী করোনা সংক্রমিত হচ্ছেন। একই সঙ্গে সরকার বিভিন্ন স্থানে “সেফ হোম” তৈরী করছে। তবে গ্রাম ও পাড়া এলাকায় জনগণের সুবিধার্থে সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।