ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

পুলিশ কমিশনার সালানপুর থানায় পরিদর্শনে এলেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর নতুন পুলিশ কমিশনার রূপে দায়িত্ব নিয়েছেন অজয় কুমার ঠাকুর। আর দায়িত্ব ভার পাবার পর থেকেই তিনি সমস্ত থানায় পরিদর্শন করছেন।বিশেষ করে ঝাড়খন্ড সীমান্তবর্তী থানা ও চেকপোস্ট গুলি ।তিনি রবিবার সন্ধ্যায় সালানপুর থানায় সহ আশেপাশের এলাকা পরিদর্শন করে দেখেন।এছাড়াও বিভিন্ন বর্ডার এরিয়ার নাকা চেকপোস্ট গুলি বিশেষ ভাবে ঘুরে দেখেন কারন ঝাড়খন্ড বাঙ্গাল সীমান্তবর্তি হবার ফলে
দুষ্কৃতীরা যেকোন ঘটনা ঘটিয়ে অনায়াসে চলে যেতে পারে ।

তাছাড়া দুদিন আগেই চিত্তরঞ্জন শহরের মত এক রেল নগরীতে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় এখনো শান্ত হয়নি ।সেদিকেও বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে ।
এদিন পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর এর সাথে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত অফিসার পবিত্র কুমার গাঙ্গুলি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ প্রসেন জিৎ রায় ।তাদের সাথেও তিনি একান্তে বৈঠক করেন এবং সালানপুর থানা অঞ্চলের বিভিন্ন এলাকা সম্পর্কে আলোচনা করেন.

Leave a Reply