ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ানপুর পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতার সহযোগিতায় ভর্তি করানো হল এক অসুস্থ বৃদ্ধাকে

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- সালানপুর ব্লকের অন্তর্গত কল্যা পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা বলাই চন্দ্র দত্ত
বাড়িতে একাই থাকতেন বাড়িতে সেরকম কেও নেই বললেই চলে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এক মেয়ের ধানবাদে ও আর এক মেয়ের দোমহানি তে ।স্ত্রীও মারা গেছে তাই একাকী সংসারে ৭০ বছরের বৃদ্ধাই সব।


তবে বাড়িতে গত রবিবার থেকে হটাৎ করে অসুস্থ হয়ে পড়েন গ্রামের মানুষ তার মেয়েদের খবর দেন কিন্তু বলাই চন্দ্র বাবুর মেয়েরা নিজে না এসে সালানপুর থানার অফিসার পবিত্র গাঙ্গুলির ফোনে জানান এবং বলেন তার বাবা অসুস্থ তারা এই মহুর্তে আসতে পারছেনা তাই যদি কিছু সাহায্য করেন । তখন খবর পেয়েই পবিত্র বাবু রূপনারায়ানপুর ফাড়ির অফিসার প্রসেনজিৎ রায় ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং কে জানান।

আর এই খবর পেতেই সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ও রূপনারায়ানপুর অফিসার প্রসেনজিৎ রায় এক সিভিক পুলিশ কর্মী বিকাশ বাদ্যকরকে নিয়ে নিজেরাই পিপীই কিট পরে
একটি এম্বুলেন্স করে পাহাড়পুর গ্রামে নিজেরাই যান সেখানে বয়স্ক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পাহাড়পুর গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যায় সেখানে করোনা পরীক্ষা করার পর করোনা ধরা পড়লে ওই বৃদ্ধকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করার জন্যে পাঠানো হয় ।পরে
ওই বৃদ্ধার মেয়েদের জানানো হয় যে তার বাবাকে আসানসোলে ভর্তি করা হয়েছে ।তবে পরে খবর পেয়ে
তার মেয়েরা হাসপাতালে পৌঁছায় ।