ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

এবার আসানসোলে ব্ল্যাক ফাঙ্গাস?

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৭ মেঃ এবার আসানসোল মিলল ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ (Black Fungus in Asansol?)? চিত্তরঞ্জনের বাসিন্দা এক মহিলার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে বলে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসকরা অনুমান করছেন। গত ১৬ মে ওই মহিলা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি চিত্তরঞ্জনের কেজি হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরে তার চোখের তলায় কালো হতে শুরু করে। অনুমান করা হয় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। আসানসোল জেলা হাসপাতালে ওই মহিলাকে নিয়ে আসা নিয়ে আসা হয়। এখানে ক্লিনিক্যালী পরীক্ষা করার পর চিকিৎসকরা সন্দেহ করে যে ওই মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এবং এরপর তাকে বাঁকুড়া মেডিকেল কলেজের পাঠিয়ে দেওয়া হয়।

জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস জানান চিত্তরঞ্জন নিমতলা এলাকার বাসিন্দা জনৈক মহিলা গত ১৪ তারিখ শারীরিক অসুস্থতার কারণে কস্তুরবা গান্ধী হাসপাতালে ভর্তি করার পর করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসার পর সেই হাসপাতালে থেকে চিকিৎসা চলছিল। বুধবার থেকে চোখের নীচের অংশে কালো ছোপ দেখতে পাওয়া যাওয়াতে জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। জেলা হাসপাতালে আসার পর এখানকার চিকিৎসকদের সাথে আলোচনা করে সম্বভতঃ ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রমণ সন্দেহে তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিৎসার জন্য সরকার বাঁকুড়া মেডিক্যাল কলেজকে নোডাল হাসপাতাল মনোনীত করার জন্য সন্দেহজনক রুগীকে মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে।

read also ধস কবলিত এলাকার পরিদর্শন করলেন পুরনিগমের চেয়ারপার্সন 

read also সাংসদ বাবুলের দত্তক নেওয়া গ্রামে তৃণমূল বিধায়কের নির্দেশে করা হলো ত্রাণ শিবির 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *