ASANSOLKULTI-BARAKAR

পূর্নবাসন নিয়ে বিসিসিএল ও গ্রামবাসীদের সাথে বৈঠক করলেন পৌর প্রশাসক

বেঙ্গল মিরর,আসাসনসোল, সৌমিত্র ও কাজল মিত্র :-কয়েক দিন আগে বিসিসিএলের খোলা মুখ খনি সংলগ্ন বডিরা মুচি পাড়ার গ্রামে ধসের নামে যার ফলে বেশকিছু বাড়ি ঘরে ফাটল দেখা দেয়।পুর্নবাসনের দাবি নিয়ে কয়েকদিন ধরে বিসিসিএলের কর্তৃপক্ষের কাছে আবেদন করে চলেছে গ্রামের মানুষজন।


গতকাল বডিরা গ্রামে পরিদর্শনে আসেন আসানসোল পৌর নিগ মের পৌর প্রশাসক তথা চেয়ার ম্যান অমর চ্যাটার্জী তিনি কাল গ্রামের মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানেন ও তাদের কথাদেন যে এই নিয়ে আলোচনা করে তাদের জন্য পূর্ন বাসনের কিছু ব্যাবস্থা করা হবে।তারই পরিপ্রেক্ষিতে আজ পৌর নিগম কার্যালয়ে বি.সি.সি.এলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় ও সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত বডিরা গ্রামের প্রায় ২০০পরিবারের জন্য অন্য কোনো জায়গায় পূর্নবাসন করা হবে।আর এই কাজে যে কোনো প্রকার সাহায্য লাগলে আসানসোল পৌরনিগম করবে।

Leave a Reply