ASANSOLBengali News

বাজারে চুরির অভিযোগ, পুলিশের হাতে তুল দিল তিনজন মহিলাকে

বেঙ্গল মিরর, আসানসোল ঃ রবিবার সকালে আসানসোল বাজারে মোবাইল, টাকা চুরি করে পালায় তিনজন মহিলা। স্থানীয়রা তাদের আসানসোল স্টেশন চত্বরে ধরে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে নগদ টাকা, সোনার চেন, রুপোর গয়না উদ্ধার হয়েছে বলে খবর। জানা যায় এরা পুরুলিয়া জেলার বাসিন্দা এদের একটা বড় চক্র আছে তারা বাজারে এবং আশেপাশের এলাকায় সুযোগ বুঝে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নেয় মহিলা হবার কারণে তাদের গায়ে কেউ হাত দিতে পারে না। পুলিশ এদের কে আটক করে মামলার তদন্ত করছে। 

read also আসানসোল পৌরনিগমের বড় সিদ্ধান্ত, ফ্ল্যাটে বসবাসকারীদের জলের বিল দিতে হবে না 

Leave a Reply