ASANSOL

YAAS ক্ষতিগ্রস্তদের জন্য আসানসোল থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হল

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঠানো ত্রাণ সামগ্রী সম্বলিত বাস অভিজিৎ ঘটক রওনা করলেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : YAAS ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য আসানসোল থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হল।আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস মেম্বার অভিজিৎ ঘটক ত্রাণ সামগ্রী সমেত বাসটি রওনা করালেন। এই উপলক্ষে বায়োফিনার রবি মিত্তাল, আসানসোল কোভিড ফাইটার্স এর দেবদীপ চৌধুরী ফিঙ্গার্স ক্রসড ফাউন্ডেশন এর অনুরাগ চন্দ, রুদ্র কমিউনিটি কেয়ার কে দেবরূপ রুদ্র, আন্তর্জাতিক অগ্রওয়াল সম্মেলনের রাজকুমার মিত্তল, প্রদীপ সরফ,প্রত্যপর্ন ইনিশিয়েটিভ এর সংঘমিত্রা প্রমুখ উপস্থিত ছিলেন।

 অভিজিৎ ঘটক YAAS ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, সঙ্কটের সময়ে সবার এগিয়ে আসা দরকার। রবি মিত্তল বলেন ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল, চাল, পানীয় জল, আলু, মুড়ি, মোমবাতি, নুন, দেশলাই, ওষুধ,সোলার ল্যাম্প, স্যানিটারি প্যাড ইত্যাদি পাঠানো হয়েছে। বর্তমানে ৫০০ জনের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

read also অভিযুক্ত তান্ত্রিক রবিন গরাই গ্রেফতার

read also পশ্চিম বর্ধমান জেলায় সংক্রমণের হার ছয় গুণ কমে গেল, আক্রান্তের তুলনায় সুস্থতার আরো বেশি 

read also বাজারে চুরির অভিযোগ, পুলিশের হাতে তুল দিল তিনজন মহিলাকে

Leave a Reply