ASANSOLASANSOL-BURNPURLatest

এক যুবতীকে মারধর পৈশাচিক অত্যাচার ও ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোল : এক যুবতীকে মারধর পৈশাচিক অত্যাচার ও ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশঘটনাটি ঘটেছে হিরাপুর থানা এলাকায় । নির্যাতিতা ওই মেয়েটি হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । প্রসেনজিত সেন গুপ্ত নামে এক যুবকের বিরুদ্ধে ।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।অভিযুক্ত ওই যুবকের মারে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী । যুবতীর অভিযোগ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় মাইথন এলাকায় । সেখানে একটি ফাঁকা জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয় ।গলায় বেল্ট পেঁচিয়ে সারা শরীর জুড়ে তার উপর চলে পৈশাচিক অত্যাচার ।

ঘটনার কথা যেন কাউকে না জানানো হয় এর জন্য ওই যুবতীকে প্রাণে মারার হুমকি দেয় ঐ যুবকটি বলে অভিযোগ । যদিও এই ঘটনার কথা জানতে পারে যুবতীর মা । এরপর এলাকার মানুষের মধ্যে ঘটনার খবর ছড়িয়ে পড়ে । এলাকার মানুষ ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিরাপুর থানার বৈষ্ণববাদ এলাকায় । পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে ।

Leave a Reply