ASANSOL

কাল্লা অঞ্চলে জলকষ্ট দূর করতে ওভারহেড ট্যাংকের উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : গ্রীষ্মে জলকষ্ট আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আর এই জলকষ্ট দূর করতে
আসানসোল কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাল্লা আদিবাসী পাড়া অঞ্চলে ওভারহেড ট্যাংকের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক।
কাল্লা আদিবাসী পাড়া অঞ্চলে একটি অনুষ্ঠানে উপস্থিত হবার পর ওই ওভারহেড ট্যাংকের চাবি ঘুরিয়ে জল সরবরাহের উদ্বোধন করলেন খোদ মন্ত্রী নিজেই।

ওই সময় মন্ত্রী মলয় ঘটক এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “এই ওভারহেড ট্যাঙ্কে জল-সরবরাহ শুরু হওয়ায় উপকৃত হবেন ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই ট্যাংকের জল পরিষেবা শুরু হবার ফলে বাসিন্দাদের জলকষ্ট দূর হবে এবং এখন থেকে ২৪ ঘন্টা জল পাবেন এলাকাবাসীরা।”

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের প্রাক্তন এমএমআইসি অনিমেষ দাস, ওয়ার্ড প্রেসিডেন্ট গৌর ঘোষ, অরূপ মন্ডল,উৎপল রুইদাস, নরেন্দ্র মূর্মু প্রমুখ নেতাকর্মীরা।

Leave a Reply