ASANSOLBengali News

BREAKING : ট্যাংকার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে। নিহত 3 আহত এক , দাউ-দাউ করে জ্বলছে গাড়ি দুটি

বেঙ্গল মিরর, আসানসোল, এস.মন্ডলঃ-
দু নম্বর জাতীয় সড়কে ঔষধ ভর্তি ট্রাকের সঙ্গে তেলের ট্যাঙ্কারে মুখোমুখি সংঘর্ষ। মৃত্ তিন জন। দাও দাও করে জ্বলতে থাকে গাড়ি দুটি। আসানসোল থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কের উপর কাল্লা মোরে।।


স্থানীয় সূত্রে জানা যায় আসানসোল থেকে দুর্গাপুরের যাচ্ছিল তেলের ট্যাংকার। আর দুর্গাপুর দিক থেকে আসছিল ঔষধ ভর্তি ট্রাকটি। জানা যায় দুইজন পথচারী যখন রাস্তা পারাপার করার জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল গোলাকার ট্রাফিক স্তম্ভের কাছে। সেই সময় ট্রাক চালক তাদেরকে রাস্তার মধ্যে রয়েছে মনে করে ব্রেক করতে থাকে। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ট্যাঙ্কারের মধ্যে ধাক্কা মারে। সে সময় ঐ দুই পথচারী ঘটনাস্থলেই মারা যায় ও ট্রাকে আগুন লেগে য়ায়। ট্রাকের ভেতরে চাপা পড়ে যায় ট্রাকের চালক। এই ঘটনায় সম্পূর্ণ এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে। অবিলম্বে পথচারীদের জন্য ওভারব্রিজের দাবি করা হয়েছে এখানে। কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় কয়েক বছর আগেই ওভারব্রিজ বানানোর কথা বললেও এখনো কেন বানানো হয়নি সেই প্রশ্নই করেছে স্থানীয় বাসিন্দারা।।

Leave a Reply