ASANSOL

CHE GUEVARA র জন্মদিনে Red Volunteers এর পক্ষ থেকে জেলা হাসপাতালে শিশুদের খাদ্য সামগ্রি দেওয়া হলো

বেঙ্গল মিরর, আসানসোলঃ-CHE GUEVARA র জন্মদিনে আসানসোলের Red Volunteers এর পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের শিশুদের খাদ্য সামগ্রি দেওয়া হলো। একসপ্তাহ ধরে মাইকেল মুখোপাধ্যায় স্মরনে শ্রমজীবি ক্যান্টিন চলছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভিক্টর আচার্জী, আতনু মুখার্জি, সরস্বতী কেওড়া, তন্ময় ভট্টাচার্য, গৌরব রয়, ইমরান আলম সহ অন্যান্য যুব কর্মীরা। ভিক্টর জানান করোনা মুক্ত সমাজ গড়ে উঠুক আমরা এটাই চায়। আর মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।।

Leave a Reply