ASANSOLBengali News

শিল্পাঞ্চলে হুল দিবস পালন করা হলো

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় হুল দিবস উদযাপিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাঘরবুড়ি মন্দিরের নিকটবর্তী স্থানে উদযাপিত হয়েছিল। এর উদ্বোধন করেন রাজ্যের আইন এবং পূর্ত মন্ত্রী মলয় ঘটক, ডিএম বিভু গোয়েল, পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুর, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জী, এসডিএম অভিজ্ঞান পাঁজা, বিধায়ক হরেরাম সিং, কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার অভিজিৎ ঘটক।
মন্ত্রী মলয় ঘটক আদিবাসী কল্যাণে রাজ্য সরকার যে কাজ করছে তা সম্পর্কে বলেন। ওই অনুষ্ঠানে আদিবাসীদের সম্মানিত করা হয়।

একই সময়ে, আসানসোল পৌর কর্পোরেশমের পক্ষ থেকে কালীপাহাড়ীতে সিধো, কানু, মুর্মু বাস টার্মিনালে হুল দিবস পালন করা হয়।আদিবাসী সম্প্রদায়ের মানুষ সিধো কানুর মূর্তিতে মাল্যদান করেন, বিশেষত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড সদস্য পূর্নশশী রায়, টিএমসি নেতা বাদল সিং, প্রমোদ সিং, প্রাক্তন কাউন্সিলর সুকুল হেমব্রম প্রমুখ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply