আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি সহ এই ট্রেনগুলি কবে থেকে চলবে জানুন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল থেকে শিয়ালদা ইন্টারসিটি (Intercity) সহ স্পেশাল ট্রেনগুলি আসানসোল থেকে শীঘ্রই চালু হতে চলেছে। ফলে রেল যাত্রীদের সুবিধে হবে। রেলেসুত্র অনুযায়ী ক্রমবর্ধমান যাত্রীদের ভিড় মোকাবিলায় রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুসারে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নিম্নলিখিত মেল / এক্সপ্রেস স্পেশাল ট্রেনগুলি পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে:



: ১) 02383 আসানসোল – শিয়ালদা এক্সপ্রেস স্পেশাল প্রতিদিন (রবিবার ব্যতীত) 05.07.2021 থেকে চলবে।
২) 02384 শিয়ালদহ – আসানসোল এক্সপ্রেস স্পেশাল প্রতিদিন 05.07.2021 থেকে (রবিবার ব্যতীত) চলবে।
৩) 03502 আসানসোল – হলদিয়া এক্সপ্রেস স্পেশাল প্রতিদিন 05.07.2021 থেকে (রবিবার ব্যতীত) চলবে।
৪) 03501 হলদিয়া -আসানসোল এক্সপ্রেস স্পেশাল প্রতিদিন 05.07.2021 থেকে প্রতিদিন চলবে (রবিবার ব্যতীত)
৫) 03506 আসানসোল – দিঘা এক্সপ্রেস স্পেশাল 11.07.2021 থেকে রবিবার (সাপ্তাহিক) থেকে চলবে।
৬) 03505 দিঘা – আসানসোল এক্সপ্রেস স্পেশাল 11.07.2021 থেকে রবিবার (সাপ্তাহিক) থেকে চলবে চলবে।
৭) 03001 হাওড়া – সিউড়ি এক্সপ্রেস স্পেশাল প্রতিদিন 08.07.2021 থেকে চলবে।
৮) 03002 সিউড়ি-হাওড়া এক্সপ্রেস স্পেশাল 08.07.2021 থেকে প্রতিদিন চলবে।